বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন’-এ আবারও দেখা যেতে পারে শাহরুখ খানকে। দীর্ঘ জল্পনার পর ‘ডন থ্রি’ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে। তবে এই প্রজেক্টে ফেরার জন্য নির্মাতা ফারহান আখতারের কাছে বিশেষ একটি শর্ত দিয়েছেন বলিউড বাদশা।
ভারতীয় গণমাধ্যমের দাবি, ‘ডন থ্রি’ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখের মূল শর্ত হলো কোনো দক্ষিণী পরিচালককে এই প্রজেক্টে যুক্ত করা। মূলত ‘জাওয়ান’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর শাহরুখ মনে করছেন, কোনো দক্ষিণী নির্মাতা এই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনা করলে তাতে নতুন মাত্রা যোগ হবে। গুঞ্জন রয়েছে, পরিচালক হিসেবে শাহরুখের প্রথম পছন্দ ‘জাওয়ান’ খ্যাত নির্মাতা অ্যাটলি কুমার। উল্লেখ্য, এই ফ্র্যাঞ্চাইজির আগের দুটি সিনেমা পরিচালনা করেছিলেন ফারহান আখতার।
এর আগে ‘ডন থ্রি’ সিনেমার জন্য অভিনেতা রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হয়েছিল। তবে এখন শোনা যাচ্ছে, রণবীর এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। ঘনিষ্ঠ সূত্রের দাবি, একের পর এক গ্যাংস্টার চরিত্রে অভিনয় করতে না চাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
পাশাপাশি মূল নায়িকা হিসেবে কিয়ারা আদভানির নাম শোনা গেলেও তিনিও সিনেমাটি থেকে সরে এসেছেন বলে জানা গেছে। কিয়ারার পরিবর্তে এখন অভিনেত্রী কৃতি শ্যাননকে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
গত বছর থেকেই ‘ডন থ্রি’ নিয়ে বলিউডে নানা আলোচনা চলছে। অমিতাভ বচ্চনের পর শাহরুখ খান এই চরিত্রে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে শাহরুখের শর্ত এবং নির্মাতা পরিবর্তনের গুঞ্জনে এই প্রজেক্ট নিয়ে নতুন করে রহস্য দানা বাঁধছে। যদিও এই সবকিছুর বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ফারহান আখতার বা এক্সেল এন্টারটেইনমেন্ট।