1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
মারা গেলেন অভিনেত্রী ক্যাথরিন ও’হারা
ঢাকা শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

মারা গেলেন অভিনেত্রী ক্যাথরিন ও’হারা

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
মারা গেলেন অভিনেত্রী ক্যাথরিন ও’হারা

কানাডিয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ক্যাথরিন ও’হারা মারা গেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৭১ বছর বয়স হয়েছিল। মৃত্যুকালে স্বামী বো ওয়েলচ এবং দুই ছেলে সন্তান রেখে গেছেন এ অভিনেত্রী।

ক্যাথরিন ও’হারা ‘শিটস ক্রিক’-এ নাট্যময়ী মোইরা রোজ থেকে শুরু করে ‘হোম অ্যালোন’-এর উন্মত্ত মায়ের মতো বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। ক্যারিয়ারে অনেকের সঙ্গেই কাজ করেছেন। তার মৃত্যুতে ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুরু করে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শোক প্রকাশ করেছেন।

সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীর ম্যানেজার মার্ক গুরভিটজের অফিসের একজন প্রতিনিধি নিশ্চিত করেছেন বিষয়টি। এছাড়া ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সির বিবৃতির বরাত বলা হয়েছে, কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ক্যাথরিন। এ অবস্থায় শুক্রবার মৃত্যু হয়েছে তার।

এ অভিনেত্রী ‘হোম অ্যালোন’ সিনেমায় ম্যাকাওলে কুলকিনের চরিত্রেরে মা কেট ম্যাকক্যালিস্টার এবং ‘বিটলজুস’ সিনেমায় ডেলিয়া ডিটজের চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনেতা কুলকিন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ও’হারার মৃত্যুতে শোক জানিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘মা, আমার কাছে মনে হয়েছিল আমাদের সময় আছে। আমার আরও কিছু চাওয়ার ছিল। তোমার পাশের চেয়ারে বসতে ইচ্ছা করছিল। তোমার কথা শুনেছি। কিন্তু আমার আরও কিছু বলার ছিল। তোমাকে ভালোবাসি। পরে দেখা হবে।’

এ তারকা অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ক্যাথরিন ও’হারার মৃত্যুতে আমি কানাডিয়ান এবং বিশ্বজুড়ে থাকা সব ভক্তদের সঙ্গে শোক প্রকাশ করছি।’

সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্যাথরিন ও’হারাকে কৌতুক এবং হৃদয়ের জন্য একটি বিরল উপহারসহ প্রিয় কানাডিয়ান আইকন হিসেবে অভিহিত করেছেন। জাস্টিন ট্রুডো লিখেছেন, ‘তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে হাসিয়েছেন।’

১৯৫৪ সালের ৪ মার্চ জন্মগ্রহণ করেন ক্যাথরিন ও’হারা এবং টরন্টোতে বেড়ে উঠেন। মা-বাবার সাত সন্তানের মধ্যে ষষ্ঠ ছিলেন তিনি। ১৯৭৪ সালে টরন্টোর ‘দ্য সেকেন্ড সিটি’ নামক ইম্প্রোভাইজেশনাল থিয়েটার ট্রুপের একজন কাস্ট সদস্য হিসেবে অভিনয় জীবন শুরু করেন। দুই বছর পর দলটি স্কেচ কমেডি টেলিভিশন অনুষ্ঠান ‘এসসিটিভি’ তৈরি করে। এতে প্রায়ই ক্যাথরিন ও’হারার অভিনয় দেখানো হতো।

এ তারকা দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য অ্যানিমেটেড প্রোজেক্টে কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে রয়েছে ‘দ্য নাইটমেয়ার বিফোর ক্রিসমাস’-এ স্যালি, ‘দ্য ওয়াইল্ড রোবট’-এ পিঙ্কটেল, ‘এলিমেন্টাল’-এ ব্রুক রিপল এবং ‘ফ্রাঙ্কেনউইনি’-তে একাধিক কণ্ঠ দিয়েছেন, এর মধ্যে রয়েছেন মিসেস ফ্রাঙ্কেনস্টাইন।

১৯৯৭ সালের ‘হোপ’ সিনেমা-সহ কিছু নাটকীয় চরিত্রেও অভিনয় করেছেন ক্যাথরিন ও’হারা। সম্প্রতি সেথ রোজেনের ২০২৫ সালের হলিউড স্যাটায়ার সিরিজ ‘দ্য স্টুডিও’র কাস্টে হলিউড ফিল্ম স্টুডিওর বহিস্কৃত প্রধান প্যাটি লেই চরিত্রে যোগ দিয়েছিলেন। ক্যারিয়ারে ২০২০ সালের সেরা কমেডি অভিনেত্রীর জন্য এমি লাভ করেছিলেন, যা ‘শিটস ক্রিক’কে পরের বছর, অর্থাৎ ২০২১ সালের গোল্ডেন গ্লোবসে টিভি পুরস্কারের আসরে আধিপত্য বিস্তারে সহায়তা করেছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
মারা গেলেন অভিনেত্রী ক্যাথরিন ও’হারা

মারা গেলেন অভিনেত্রী ক্যাথরিন ও’হারা

শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
স্বর্ণের দামে এবার আরও বড় পতন

স্বর্ণের দামে এবার আরও বড় পতন

শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ৫

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ৫

শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

রাজশাহীতে ট্রাক উল্টে ৩ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.