স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ায় এবার শামিল হচ্ছে মঞ্চনাটক। ২৮ আগস্ট চালু হচ্ছে নাটক সরণির থিয়েটার হল মহিলা সমিতি। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নীলিমা ইব্রাহীম মিলনায়তনে মঞ্চায়িত হবে একক নাটক ‘লালজমিন’।
শূন্যন রেপার্টরি প্রযোজিত এ নাটকটি লিখেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এতে একক অভিনয় করছেন মোমেনা চৌধুরী। স্বাস্থ্যবিধি মেনেই হবে এর প্রদর্শনী।
মহিলা সমিতিতে মঞ্চায়ন শুরু হলেও নাট্যশালা খুলে দেওয়ার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন একাডেমির কর্মকর্তারা। করোনা পরিস্থিতির কারণে গত ১৮ মার্চ থেকে সারা দেশে নাট্য প্রদর্শনী বন্ধ ঘোষণা করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
লালজমিন প্রদর্শনের মাধ্যমে অনেকেই মঞ্চে ফিরতে আগ্রহী হবেন বলে আশা করছেন আয়োজক ও থিয়েটার কর্মীরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি