শান্তিপূর্ণভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৩টায় ভোট গ্রহণ শেষ হয়। কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা শুরু হবে।
বিকেল ৩টার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। তবে কেন্দ্রের ভেতরে যারা লাইনে ছিলেন, তারা ৩টার পরও ভোট দেওয়ার সুযোগ পান।
এ নির্বাচনে বিপুলসংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জকসু নির্বাচনে স্বচ্ছতার কোনো ঘাটতি নেই বলে দাবি করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
ভবনের কেন্দ্র পরিদর্শন শেষে বেলা ২টা পর্যন্ত নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তাফা হাসান সাংবাদিকদের জানান, ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তিনটার পরও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাঁদের ভোট গ্রহণ করা হবে।
সকাল ৮টায় বিভিন্ন প্যানেলের প্রার্থী ও পোলিং এজেন্টরা মূল ফটক দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। এরপর সকাল ৮টা ৩০ মিনিটে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও ব্যালট বাক্স পাঠানো হয়।
সকাল ৮টা ৩৫ মিনিটে ভোটারদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত।
এছাড়া সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। নির্বাচনে অংশ নেন ছাত্রদলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব এবং শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম।