1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
পাকিস্তানের শপিংমলে অগ্নিকাণ্ড, এক দোকান থেকে ৩০ মরদেহ উদ্ধার - বিজয় টিভি
ঢাকা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

পাকিস্তানের শপিংমলে অগ্নিকাণ্ড, এক দোকান থেকে ৩০ মরদেহ উদ্ধার

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পাকিস্তানের করাচিতে গুল প্লাজা নামের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে।

বুধবার (২১ জানুয়ারি) ধ্বংসাবশেষের মধ্যে মেজানিন ফ্লোরের একটি দোকান থেকে অন্তত ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে এক দশকেরও বেশি সময়ের মধ্যে করাচির সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। এ ঘটনায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। খবর জিও নিউজের।

প্রথম ও দ্বিতীয় তলায় উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার পর উদ্ধারকারী দলগুলো মেজানিন ফ্লোরে অভিযান শুরু করলে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। ডিআইজি (সাউথ) সৈয়দ আসাদ রাজা জানান, মেজানিন ফ্লোরের একটি মাত্র ক্রোকারিজ দোকানের ভেতরেই ৩০টি মরদেহ পাওয়া গেছে। তিনি বলেন, মরদেহগুলো হাসপাতালে পাঠানোর পর উদ্ধার কার্যক্রমের পরবর্তী ধাপে যাওয়া হবে।

প্রাথমিক প্রতিবেদনে দোকানটির ভেতরে ২০ থেকে ২৫টি মরদেহ থাকার কথা বলা হলেও ডিআইজি রাজা নিশ্চিত করেন, মোট উদ্ধারকৃত মরদেহের সংখ্যা ৩০। মরদেহ উদ্ধারের পর ডিআইজি (সাউথ) সেগুলো সিভিল হাসপাতালে পাঠানোর জন্য একটি বিশেষ দল গঠন করেন।

উদ্ধার অভিযানে অংশ নেয়া রেসকিউ ১১২২, এধি ফাউন্ডেশন, রেঞ্জার্স এবং ছিপা স্বেচ্ছাসেবকদের ভবন থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়। বিপুল সংখ্যক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন করতে পুলিশ দ্রুত এলাকাটি ঘিরে ফেলে। উদ্ধারকৃত মরদেহগুলো দোকানদার, কর্মচারী নাকি ক্রেতাদের—তা নিয়ে কর্তৃপক্ষ নিশ্চিত হতে পারেনি।

শপিং মলেরই এক দোকানদারের সহায়তায় এই দোকানটির খোঁজ পান উদ্ধারকর্মীরা। আগুন লাগার পরপরই ওই দোকানদার দেখেছিলেন, আগুন লাগার প্রাথমিক মুহূর্তে শপিং মলে হুড়োহুড়ি শুরু হলে হতাহতরা ১৪৪ নম্বর দোকানটির ভেতরে আশ্রয় নেন।

এছাড়া ভবনের ভেতরে থাকা আরও অনেকে দোকান, কোণ ও ছাউনি নিচে আশ্রয় নিয়েছিলেন, কারণ আগুন লাগার সময় শপিং সেন্টারের অধিকাংশ নির্গমনপথ বন্ধ ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

রাজশাহীতে ট্রাক উল্টে ৩ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.