দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব

৫৮৪

দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব।

ভোর ৬টা থেকে সকাল পৌনে ৯টা পর্যন্ত চাঁদপুরের পুরানবাজার এলাকায় মেঘনা নদীতে হাজারো ভক্ত এতে অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সাহাসহ অন্যরা।

ধামরাইয়ের চৌহাট রীষি পাড়ার বংশী নদীতে ভোর ৫ টা ১ মিনিট থেকে তিথি শুরু হয়ে স্নান উৎসব চলে সকাল ৮ টা ৫৮ মিনিট পর্যন্ত। স্নান উৎসবে যোগ দেয় দেশ-বিদেশের হাজারো পুণ্যার্থী। এদিকে, কিশোরগঞ্জের কুলিয়ারচরের ডুমরাকান্দায় ব্রহ্মপুত্র নদের তীরে শ্রী শ্রী কালী মন্দির পূজা উদযাপন কমিটি প্যুন্য স্নানের  আয়োজন করে। এছাড়া, দিনব্যাপী মেলার আয়োজনও রয়েছে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like