বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। তবে দুর্নীতির কারণে উন্নয়নের এ ধারা ব্যাহত হতে পারে।
তাই উন্নয়নের সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে দুর্নীতিবাজদের রুখতে হবে।
আজ (শনিবার) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘কর্মজীবী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান ক্যাম্পে’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে মাতৃ ও শিশু মৃত্যু হার অনেক কমে গেছে। মাতৃ ও শিশু মৃত্যুরোধে জাতিসংঘ যে সকল দেশে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিল তা সময়ের আগেই পূরণ করতে সক্ষম হয়েছি আমরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি