টেকনাফে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ৭ ডাকাত নিহত

৭৫

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ৭ জন নিহত হয়েছে। র‍্যাবের দাবি, নিহতরা সবাই রোহিঙ্গা ডাকাত ‘জকি বাহিনী’র সদস্য।

আজ (সোমবার) ভোরে উপজেলার জাদিমুরা মোছনি রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গভীর রাতে র‌্যাবের একটি দল মোছনি রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা ডাকাত জকি গ্রুপের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

আত্মরক্ষার্থে র‌্যাবের সদস্যরাও পাল্টা গুলি চালায়। পরে পরিস্থিতি শান্ত হলে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করে।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like