আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের আটক ৫ সদস্য

৩৯৭

শ্রীলংকায় জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য চোরাচালানের সাথে জড়িত আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে মাদকদ্রব্যসহ আটক করেছে র‌্যাব।

সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইয়িং মুফতি মাহমুদ খান। বিভিন্ন সময়ে মাদকদ্রব্য নিয়ে শ্রীলংকায় বাংলাদেশী আটক হওয়ার বিষয়টি রাষ্ট্রিয়ভাবে বাংলাদেশ কে জানালে গতকাল রাতে র‌্যাব-১ এর অভিযানে রাজধানীর বিমানবন্দর থানধীন কাউলা এলাকা হতে ১ হাজার ৯শ ৭০ পিছ ইয়াবা, বৈদিশিক মুদ্রা ও পাসপোর্টসহ আন্তর্জাতিক মাদক চোরাচালান সিন্ডিকেট চক্রের সদস্য ফাতেমা ইমাম তানিয়া, আফসানা মিমি, সালমা সুলতানা, শেখ মোহাম্মদ বাধন, ও রুহুল আমিনকে আটক করে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like