পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের জন্য ‘ক্যাটল স্পেশাল’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এই সার্ভিসের আওতায় ঢাকায় আসতে শুরু করেছে কোরবানির পশু।
শনিবার (১৭ জুলাই) আট শতাধিক গরু ও দুই শতাধিক ছাগল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, জামালপুর ও ময়মনসিংহ থেকে তিনটি ট্রেন ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। রোববার ভোররাতে ট্রেনগুলো ঢাকায় এসে পৌঁছায়।
এদিকে, অল্প খরচে ঢাকায় পশু আনতে খুশি খামারি ও ব্যবসায়ীরা। ঢাকায় আনতে গরুপ্রতি তাদের খরচ পড়ছে ৫৮০ টাকা। আর ছাগল ও ভেড়ার ক্ষেত্রে ভাড়া লাগছে ২৯৬ টাকা।