পুলিশি হেফাজতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে শেষ বিদায় জানাতে এসে জাতিগত ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে সবাই।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার টেক্সাসের হিউস্টনের একটি গির্জায় তাকে শেষ বিদায় জানানো হয়। এতে প্রায় ৫০০ রাজনীতিক ও সেলিব্রেটি উপস্থিত ছিলেন। গির্জা থেকে শোভাযাত্রা সহকারে ফ্লয়েডের কফিন হিউস্টন মেমোরিয়াল গার্ডেনে নেয়া হয়। সেখানেই মায়ের পাশে সমাহিত করা হয় তাকে।
এসময় বক্তারা বলেন, তার অপরাধ ছিল কালো হয়ে জন্মানো। এদিকে মিনেসোটার গভর্নর টিম ওয়াল্জ তাকে শ্রদ্ধা জানানোর জন্য ৮ মিনিট ৪৬ সেকেন্ড নীরবতা পালন করার আহ্বান জানিয়েছেন। কারণ মারা যাওয়ার আগে ঐ পুলিশ কর্মকর্তা ফ্লয়েডকে ঠিক এই পরিমাণ সময় মাটির সাথে হাঁটু দিয়ে চেপে ধরে রাখেন।