ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
আজ শুক্রবার (সকালে আটক করার বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক কামরুল আহসান।
এরআগে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে মাইলবাড়িয়া গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয় বলে জানান তিনি।
আটককৃতরা হলেন-নড়াইল জেলার চাচুড়ি গ্রামের আহম্মদ শেখের ছেলে মো. ইমদাদুল (২৫), মো. মহাসিন হোসেনের ছেলে মো. মাহমুদুল (৩০), মো. মাহমুদুল হকের স্ত্রী কুলসুম (২২) ও তার মেয়ে নাইমা (২), মো. সোহাগ আলীর স্ত্রী আছমা খাতুন (২৫)ও তার মেয়ে সোহাগী (৩), পিরোজপুর জেলার কলারন গ্রামের মো. হাফিজুর রহমান (৫০), একই গ্রামের মো. হাফিজুর হোসেনের ছেলে মো. রিয়াদ হোসেন (৭) ও বারেক জমাদ্দার মো. সুমন হোসেন (২১)।
আটক বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।