মহামারি করোনায় মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি মহামারির প্রথম দিকে ‘ফটোসেশন’ করেছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে তাদের দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, ‘দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে বিএনপির কোনো চিন্তা নেই। তারা শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে।’
রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালের জন্য হাই-ফ্লো নেইজাল ক্যানুলাসহ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে ২ কোটি পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। অন্য কোনো রাজনৈতিক দল এটা করেনি। দলমত নির্বিশেষে সবাইকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী এবং খাদ্য সহায়তা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপিসহ তার মিত্রদের করোনার প্রথম দফায় কিছু ফটোসেশন করতে দেখা গেছে। এখন সারাদেশে দূরবীন দিয়েও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথম ঢেউয়ের মতো দ্বিতীয় ঢেউতেও মানুষের পাশে আছে। এই কাজ করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মী করোনায় আক্রান্ত হচ্ছে। অনেক সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন। যা অন্য কোনো দলের ক্ষেত্রে হয়নি।
করোনার শুরু থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীরা মানুষের পাশে থেকেছে উল্লেখ করে তিনি আরও বলেন, শুধু স্বাস্থ্য সামগ্রী বিতরণ নয়, কোটি কোটি মানুষকে দলের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বেগম রোকেয়া সুলতানা উপস্থিত ছিলেন।