1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
ইরানে খুব শিগগিরই সরকার পতন হতে চলেছে: জার্মান চ্যান্সেলর
ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

ইরানে খুব শিগগিরই সরকার পতন হতে চলেছে: জার্মান চ্যান্সেলর

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
ইরানে খুব শিগগিরই সরকার পতন

ইরানে চলমান ব্যাপক বিক্ষোভ ও সহিংস দমন-পীড়নের প্রেক্ষাপটে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা জোরালো হচ্ছে। এমন পরিস্থিতিতে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ মন্তব্য করেছেন, ইরানে খুব শিগগিরই সরকার পতন হতে চলেছে। তার মতে, তেহরানের বর্তমান শাসনব্যবস্থা টিকে আছে কেবল বলপ্রয়োগের ওপর ভর করে, যা তাদের পতনের ইঙ্গিত দিচ্ছে। ইরানের সরকার এখন শেষ পর্যায়ের দিন ও সপ্তাহ পার করছে বলেও মন্তব্য করেছেন তিনি। খবর আনাদোলু

জার্মান এই চ্যান্সেলর বলেছেন, ইরানের বর্তমান সরকার খুব শিগগিরই ভেঙে পড়তে পারে। তার মতে, দেশজুড়ে চলমান গণবিক্ষোভের মধ্যে ইরানি শাসনব্যবস্থা এখন ‘শেষ পর্যায়ের দিন’ পার করছে। মঙ্গলবার ভারত সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফ্রিডরিখ মের্জ বলেন, ‘যে কোনও সরকার যদি কেবল সহিংসতার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়, তাহলে কার্যত তার পরিসমাপ্তি ঘটে যায়। আমার ধারণা, আমরা এখন এই শাসনব্যবস্থার শেষ কয়েকটি দিন ও সপ্তাহ প্রত্যক্ষ করছি।’

জার্মান চ্যান্সেলরের মতে, ইরানের নেতৃত্ব এখন আর জনগণের বৈধ সমর্থন ধরে রাখতে পারেনি। তিনি চলমান অস্থিরতা অবসানে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের আশাবাদও ব্যক্ত করেন। ফ্রিডরিখ মের্জ বলেন, ইরানের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে বার্লিন। তিনি আরও জানান, ‘ইরানে যেন শান্তিপূর্ণভাবে একটি গণতান্ত্রিকভাবে বৈধ সরকারে ক্ষমতা হস্তান্তর সম্ভব হয়, সে জন্য পররাষ্ট্রমন্ত্রীরা একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখছেন।’

এদিকে ইরানে চলমান ব্যাপক বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর কঠোর দমন–পীড়নের প্রেক্ষাপটে তেহরানের ওপর সামরিক চাপ আরও জোরালো করার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলছে, সংকট সমাধানে কূটনীতি তাদের প্রথম পছন্দ হলেও প্রয়োজনে ইরানের বিরুদ্ধে বিমান হামলাসহ সামরিক পদক্ষেপের অপশনগুলো এখনও তাদের বিবেচনায় রয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিষয়টি এখনও তাদের বিবেচনায় আছে। দেশটিতে চলমান ব্যাপক বিক্ষোভে ইরান সরকার ক্রমেই চাপে পড়ছে— এমন প্রেক্ষাপটে বিমান হামলাসহ বিভিন্ন সামরিক বিকল্প খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

সোমবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, কূটনীতি সব সময়ই যুক্তরাষ্ট্রের প্রথম পছন্দ, তবে সামরিক হামলার অপশনটিও ‘টেবিলে আছে’। সাংবাদিকদের তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বড় শক্তি হলো তিনি সব সময় সব ধরনের অপশন খোলা রাখেন। সেই অপশনগুলোর মধ্যেই বিমান হামলাও রয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে ইরানে বড় আকারের বিক্ষোভ ও দাঙ্গা ছড়িয়ে পড়েছে। এসব দমনে নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী অভিযানে কয়েকশ মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব সংঘাতে নিরাপত্তা বাহিনীর বহু সদস্যও প্রাণ হারিয়েছেন।

তবে বিরোধী কর্মীদের দাবি, নিহতের সংখ্যা আরও বেশি এবং এর মধ্যে কয়েকশ বিক্ষোভকারী রয়েছেন। ইন্টারনেট বন্ধ থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
আইনি জটিলতা থেকে মুক্তি পেলেন সাইফ আলি খান

আইনি জটিলতা থেকে মুক্তি পেলেন সাইফ আলি খান

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

রাজশাহীতে ট্রাক উল্টে ৩ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

প্রশংসায় ভাসছেন হৃদয় খান

রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.