কিংবদন্তী সংগীতশিল্পী এ আর রহমান। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে যার ঝুলিতে রয়েছে অস্কার থেকে গ্র্যামি, সেই ‘মাদ্রাজের মোজার্ট’ এবার বলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তার দাবি, ইন্ডাস্ট্রির ক্ষমতার চাবিকাঠি এখন এমন সব মানুষের হাতে, যাদের সাথে সৃজনশীলতার কোনো সম্পর্ক নেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমান জানিয়েছেন, গত আট বছরে হিন্দি সিনেমার জগৎ আমূল বদলে গিয়েছে। সেখানে প্রকৃত সৃজনশীল মানুষের চেয়ে কর্পোরেট আধিপত্য অনেক বেশি। তিনি বলেন, ‘যারা আদতে সৃজনশীল নন, বলিউডের সব ক্ষমতা এখন তাদের হাতে। সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তাদের ওপর বর্তায়।’
রহমানের মতে, এখন আর আগের মতো সুরকার বা সংগীত পরিচালকরা স্বাধীনভাবে গান তৈরি করতে পারছেন না। মিউজিক লেবেল এবং বড় বড় কর্পোরেট সংস্থাগুলোই এখন গানের ভাগ্য নির্ধারণ করে দেয়। ফলে হারিয়ে যাচ্ছে মৌলিকত্ব।
গত আট বছর ধরে বড় কোনো প্রজেক্টে সেভাবে দেখা যায়নি তাকে। এর পেছনে কি কোনো সাম্প্রদায়িক কারণ থাকতে পারে? এমন প্রশ্নের জবাবে অস্কারজয়ী এই সুরকার বলেন, ‘এটা সাম্প্রদায়িক বিষয়ও হতে পারে। যদিও সরাসরি আমাকে কেউ কিছু বলেননি, তবে যা শুনেছি সবই চিনা ফিসফাস।’
তার কথায়, ‘আমি নিজের মতো সৃজনশীলতার চর্চা করে চলেছি। আগের চেয়ে অনেক শান্তিতে আছি। কারও কাছে কাজ চাইতে যাই না। এখন পরিবারকে দেওয়ার মতো অনেক সময় আছে আমার হাতে।’