ফুটবল বিশ্বে বয়স কেবলই একটি সংখ্যা-এ কথার জীবন্ত প্রমান যেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ পেরিয়ে গেলেও একের পর এক রেকর্ড গড়ে ভক্ত-সমর্থকদের মন জয় করে যাচ্ছেন সিআরসেভেন।
গতকালকের ম্যাচিটিতেও এর ব্যত্যয় ঘটেনি। নিওমকে ৩-১ গোলে হারিয়ে সৌদি প্রো লিগে টানা অষ্টম জয় তুলে নিয়েছে আল নাসর। আর সে ম্যাচে একটি গোল করে সৌদি প্রো লিগে ১শ’ তম গোলের মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ ফরোয়ার্ড।
নিওমের ঘরের মাঠ কিং খালিদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আল নাসর। রোনালদো, জোয়াও ফেলিক্স ও সাদিও মানের আক্রমণভাগ নিয়মের প্রতিরক্ষা ঝড় তুললেও প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি জর্জ জেসুসের শিষ্যরা।
তবে, দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই ডেডলক ভাঙে আল নাসর। রোনালদোর নেয়া ফ্রি কিক দেয়ালে লেগে ফিরে এলেও ফিরতি শটে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। তারপরই নিওমের একটি ভুলে বদলে যায় ম্যাচের রঙ।
৫৬ মিনিটে বোউশালের মুখে কনুই মারায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লুসিয়ানো রদ্রিগেজ। ফলে ১০ জনের দলে পরিণত হয় তাবুকের দলটি। এরপর ৬২ মিনিটে রোনালদোর শট ঠেকান নিওম গোলকিপার, তবে সে মুহূর্তে খালিফা আল দাওসারি ফাউল করায়, আল নাসরের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সে সুযোগ কাজে লাগিয়ে ৬৫ মিনিটে ঠাণ্ডা মাথায় নেয়া শটে গোলরক্ষককে পরাস্ত করেন রোনালদো। এতে ব্যবধান বেড়ে হয় ২-০।
এদিকে, ৮৪ মিনিটে আহমেদ জাবের গোল করে নিওমকে ম্যাচে ফেরালেও শেষ রক্ষা হয়নি। দুই মিনিট পরই দূরপাল্লার দুর্দান্ত এক শটে গোল করেন জোয়াও ফেলিক্স। ফলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর। এতে লিগে টানা ৮ ম্যচের সব কয়টি জিতে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে সৌদি ক্লাবটি।