বাংলাদেশ ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মুহূর্তে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হলো আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচের বিশেষত্ব হলো জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম তার শততম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামছেন।যা দেশের কোনো ক্রিকেটারের জন্য এক গৌরবময় মাইলফলক।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সিলেটে বাংলাদেশ আয়ারল্যান্ডকে ইনিংস ও ১৭২ রানে হারিয়ে ১–০ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয় টেস্টেও জয় ধরে রাখার চ্যালেঞ্জ নিতে হচ্ছে টাইগারদের।
মিরপুরে শততম টেস্ট উপলক্ষে মুশফিকুর রহিমের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। মাঠে থাকা সতীর্থরা এবং দর্শকরা এই বিশেষ মুহূর্ত উদ্যাপনে মুখিয়ে আছেন। মুশফিকের এই অর্জন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে।
দলের একাদশেও পরিবর্তন এসেছে। প্রথম টেস্টে খেলা দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানার জায়গায় সুযোগ পেয়েছেন ইবাদত হোসেন এবং খালেদ আহমেদ। নতুন একাদশ নিয়ে মাঠে নেমে বাংলাদেশের লক্ষ্য সিরিজটি ২–০ ব্যবধানে সম্পন্ন করা।
বাংলাদেশ ক্রিকেটের এ ঐতিহাসিক দিনে মুশফিকুর রহিমের সাফল্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য গর্বের মুহূর্ত। আশা করা যায়, তার শততম টেস্ট খেলাই হবে স্মরণীয় এক জয় এবং সিরিজ জয়।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও হাসান মুরাদ।
আয়ারল্যান্ড একাদশ:
অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার (উইকেটরক্ষক), স্টিফেন ডোহেনি, অ্যান্ডি ম্যাকব্রাইন, জর্ডান নিল, ম্যাথু হামফ্রেস ও গ্যাভিন হোয়ে।