বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নারায়ণগঞ্জে আসছেন। আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে একটি জনসভা যোগ দিবেন বলে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
এরইমধ্যে জনসভাটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসকের সহযোগিতা চেয়ে মঙ্গলবার একটি আবেদনপত্র পাঠানো হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, জনসভায় যোগদানের জন্য জরুরি প্রয়োজনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হেলিকপ্টার অবতরণের জন্য পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি অস্থায়ী হেলিপ্যাড প্রস্তুত করা প্রয়োজন। পাশাপাশি জনসভাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রশাসনিক সহায়তার বিষয়েও জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ আবেদনপত্রে সংশ্লিষ্ট সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
জনসভাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি নেতারা আশা করছেন, এই জনসভা নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা বিএনপির পক্ষ থেকে জানা গেছে, ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু করবেন তারেক রহমান। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পরদিন থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রার্থীদের প্রচার শুরু হবে।