স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠার পথে অ্যাথলেটিক বিলবাওকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। যেখানে পুরো ম্যাচেই হ্যান্সি ফ্লিকের শিষ্যরা দাপট দেখিয়েছে। মাত্র ১৬ মিনিটের ব্যবধানে ৪ গোল করে কাতালানরা লাগামটা হাতে নেয় প্রথমার্ধে। বিরতির পর আরও এক গোল করে ৫-০ ব্যবধানের জয়ে নিশ্চিত করে ফাইনাল।
গতকাল (বুধবার) দিবাগত রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে সেমিফাইনালে মুখোমুখি হয় বার্সা-বিলবাও। যেখানে ৮০ শতাংশ পজেশন নিয়ে ১৪টি শট নেয় বার্সা, লক্ষ্যে ছিল ৯টি। বিপরীতে বিলবাওয়ের নেওয়া ৯ শটের মধ্যে ৪টি লক্ষ্যে ছিল। বড় জয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নদের পক্ষে রাফায়েল রাফিনিয়া জোড়া এবং ফেররান তোরেস, ফারমিন লোপেজ ও রুনি বার্ধগি একটি করে গোল করেছেন।
এদিন প্রথম কোনো দল হিসেবে স্প্যানিশ সুপার কাপের সেমির প্রথমার্ধেই চারটি গোল করেছে বার্সেলোনা। যদিও ম্যাচে তাদের প্রথম লক্ষ্যে রাখা শটটি আসে ১৬ মিনিটে। তবে পেদ্রির নেওয়া শটটি গেছে বিলবাও গোলরক্ষক উনাই সিমোন বরাবর। কিছুক্ষণ বাদে লোপেজও একটি ভালো সুযোগ মিস করেছেন। এরপর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সাকে। ২১ মিনিটে তোরেসের গোলে লিড নেয় দলটি, বার্ধগির পাস কাজে লাগাতে পারেননি লোপেজ, তবে তোরেসের পায়ে যেতেই তিনি বক্সের বাইরে থেকে নেওয়া শটে জাল কাঁপান।
বার্সার লিড ব্যবধান দ্বিগুণ হয় ৯ মিনিট পরই। বক্সে রাফিনিয়ার পাস পেয়ে এক স্পর্শ লোপেজ সেটি বিলবাওয়ের জালে জড়ান। ৩৪ ও ৩৮তম মিনিটে আসে আরও দুটি গোল। প্রথমে লোপেজের বাড়ানো বল একজনকে পেরিয়ে বার্ধগি নিচু শট নেন। যা সিমোনের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে গোললাইন অতিক্রম করে। এবার বার্ধগির পাস পেয়ে একজনের বাধা এড়িয়ে বুলেট গতির শটে স্কোরশিটে নাম তোলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়াও। এতক্ষণ প্রায় দর্শক হয়ে থাকা বিলবাও ৪২ মিনিটে ভীতি ছড়ায়, তবে গোলপোস্টে লেগে তাদের শট ফেরে।
একইভাবে বিরতির পরও আধিপত্য ধরে রেখে আক্রমণ চালায় বার্সেলোনা। রাফিনিয়ার সুবাদে ৫২ মিনিটে তারা পঞ্চম গোল পেয়ে যায়। বক্সের ভেতর থেকে জোরালো শট নেন এই সেলেসাও ফরোয়ার্ড। তবে তাকে বদলি উঠানো হয় ৬৫ মিনিটে, পরিবর্তে নামেন মার্কাস রাশফোর্ড। লামিনে ইয়ামালকেও বদলি নামানো হয় বার্ধগির জায়গায়। এরপর কয়েকটি সুযোগ এলেও আর কেউ গোল করতে পারেনি।
লা লিগায় টানা ৯ ম্যাচজয়ী বার্সা চলতি মৌসুমের প্রথম শিরোপা জয়ের কাছাকাছি পৌঁছে গেল। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ (বৃহস্পতিবার)। এদিন দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে।