ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে, তেহরানের দমন-পীড়নের মুখে বিক্ষোভকারীদের বিক্ষোভকারীদের ‘প্রতিষ্ঠানগুলোর দখল’ নিতে বলেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বিস্তারিত কোনো তথ্য না দিয়েই বলেন, ‘সাহায্য আসছে।’ গত কয়েক দিন ধরে ট্রাম্প ইরানের ওপর সামরিক হামলার নির্দেশ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে বিবেচনা করছেন।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরানি দেশপ্রেমিকরা, প্রতিবাদ চালিয়ে যান, আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন। হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংগ্রহ করে রাখুন। তাদের চড়া মূল্য দিতে হবে।
তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের এই কাণ্ডজ্ঞানহীন হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সাহায্য আসছে। মিগা (MIGA) !! মাগা (MAGA)।
তেহরানকে মার্কিন দাবিগুলোর সঙ্গে আরও বেশি সংগতিপূর্ণ করতে চাপ দেওয়ার কৌশল হিসেবে ট্রাম্প অতীতেও ইরানকে সামরিক হামলার হুমকি দিয়েছিলেন। গত এক সপ্তাহে তিনি বলেছেন, বিক্ষোভকারীদের ওপর ইরানি কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন যে, ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্ট একটি সতর্কতা জারি করে বলেছে, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন নাগরিকদের ‘এখনই ইরান ত্যাগ করা’ উচিত।