বলিউড তারকা আমির খান সম্প্রতি ভাই ফয়সাল খানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে মুখ খুলেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, পরিবারের সঙ্গে এমন দূরত্ব তৈরি হওয়াটা তার জীবনেরই এক কঠিন বাস্তবতা। ফয়সাল খানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার প্রসঙ্গে এবার কথা আমির খান।
এনডিটিভি থেকে জানা যায় আমির বলেন, কী আর করা যায়? এটাই হয়তো আমার নিয়তি। পৃথিবীর সঙ্গে লড়াই করা যায়, কিন্তু নিজের পরিবারের সঙ্গে কীভাবে লড়াই করা সম্ভব? আমিরের এই প্রতিক্রিয়া এসেছে এমন এক সময়, যখন কয়েক মাস আগে একটি পডকাস্টে ফয়সাল খান অভিযোগ করেছিলেন, আমির তাকে মুম্বাইয়ের বাড়িতে এক বছরেরও বেশি সময় আটকে রেখেছিলেন। সেই অভিযোগ ঘিরে বলিউডে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়।
গত বছর পিঙ্কভিলা পডকাস্টে ফয়সাল খান দাবি করেন, তাকে জোর করে ঘরে বন্দি করে রাখা হয়েছিল এবং মানসিকভাবে অসুস্থ প্রমাণ করার চেষ্টা করা হয়। তিনি বলেন, আমাকে এক বছর বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল। বলা হচ্ছিল, আমি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এবং সমাজের জন্য বিপজ্জনক। এমনকি আমাকে জেজে হাসপাতালে ২০ দিন রাখা হয় এবং সেখানে নানা পরীক্ষা করা হয়।
ফয়সালের এই বক্তব্যের পরপরই আমির খানের পরিবার এক যৌথ বিবৃতি দেয়। সেখানে বলা হয়, ফয়সালকে ঘিরে নেয়া সব সিদ্ধান্ত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এবং পারিবারিকভাবে সম্মিলিত সিদ্ধান্তে নেওয়া হয়েছিল। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, এসব সিদ্ধান্তের পেছনে ছিল ভালোবাসা, সহানুভূতি ও তার মানসিক সুস্থতার চিন্তা।
বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত ও সংবেদনশীল। তাই গণমাধ্যমের কাছে অনুরোধ জানানো হয়, যেন এই পারিবারিক বিষয়কে বিভ্রান্তিকর বা চাঞ্চল্যকর গসিপে পরিণত না করা হয়। এই বিবৃতিতে আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্ত, ছেলে জুনেইদ খান, মেয়ে ইরা খানসহ পরিবারের বহু সদস্য স্বাক্ষর করেন।
পরিবারের ওই বিবৃতির পর ফয়সাল খান প্রকাশ্যে জানান, তিনি আমির খানসহ পুরো পরিবারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন। একই সঙ্গে তিনি আমিরের কাছ থেকে আর কোনো মাসিক ভাতা বা আর্থিক সহায়তা নেবেন না বলেও জানান। এক বিবৃতিতে ফয়সাল বলেন, তিনি আর বাবা-মা বা ভাইয়ের পরিবারের অংশ হিসেবে পরিচিত হতে চান না এবং পারিবারিক সম্পত্তির কোনো অধিকারও দাবি করবেন না।
প্রসঙ্গত, ফয়সাল খান শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করেন ১৯৬৯ সালের সিনেমা ‘পেয়ার কা মৌসম’-এ। পরে তিনি ‘কয়ামত সে কয়ামত তাক’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করেন। ২০০০ সালে ধর্মেশ দর্শন পরিচালিত ‘মেলা’ সিনেমাতে ভাই আমির খানের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।