চায়ের দেশ সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। এই টেস্টে ব্যাটে বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সিলেট টেস্টে একদিন হাতে থাকতেই আইরিশদের ৪৭ রান এবং ইনিংস ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। এতে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে টাইগাররা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৮৬ রান তুলেছিল আইরিশ ব্যাটাররা। এরপর ব্যাটিংয়ে নেমে দাপট দেখায় টাইগাররা। দুই সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৫৮৭ রানের পাহাড় তৈরি করে বাংলাদেশ। এতে ৩০১ রানের লিড পায় তারা।
জবাব দিতে নেমে টাইগারদের বোলিংয়ে সামনে দাঁড়াতে পারেননি সফরকারীরা। একদিন বাকি থাকতেই ২৫৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এতে ৪৭ রান এবং ইনিংস ব্যবধানে জয় পায় বাংলাদেশ।