সনাতন পদ্ধতি বাদ দিয়ে ব্যক্তি পর্যায়ে সম্পর্ক বাড়িয়ে সমাজকর্মীদের দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শনিবার (১২ জুন) সকালে চট্টগ্রাম নগরীর মুরাদপুরস্থ জেলা সমাজসেবা অধিদপ্তরে, প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠ পর্যায়ে বাস্তবায়নে কৌশল ও করণীয় বিষয়ক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ তাগিদ দেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক নুসরাত সুলতানা।
আলোচনায় অংশ নেন, অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক হাসান মাসুদ, জেলা উপ-পরিচালক ফরিদুল আলম, মো. শহিদুল ইসলামসহ অনেকে।