দেশের বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় জামালপুরে একজন সাংসদসহ ৫৪ জন, নোয়াখালীতে ৭২ ও কুষ্টিয়ায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকালে জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, গতকাল রাতে ময়মনসিংহ পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় জামালপুরের ৫৪ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে।
নতুন আক্রান্তদের মধ্যে ইসলামপুরের সাংসদ রয়েছেন বলে তিনি জানান। এছাড়া, নোয়াখালীতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে ৭০২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪১ জন।
এদিকে, কুষ্টিয়ায় নতুন করে ১৬ জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ৯০ জনে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি