দীর্ঘদিন পর ছেলের হাতের ছবিসহ নাম প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন এ তারকা দম্পতি।
পোস্ট করে ক্যাটরিনা কাইফ ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের আলোর রশ্মি বিহান কৌশল। আমাদের প্রার্থনার ফল। জীবন সত্যিই সুন্দর। এক মুহূর্তে আমাদের জীবন বদলে গেছে। আমি কতটা কৃতজ্ঞ, সেটি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’
তিনি আরও লিখেছেন, “‘বিহান’ একটি সংস্কৃত শব্দ। যার অর্থ ভোর বা সকাল। এক নতুন যুগের সূচনা বলা চলে।’
এদিকে নেটিজেনদের দীর্ঘদিনের আগ্রহ ছিল ভি-ক্যাটের সন্তানের নাম জানার। ছবি পোস্ট করতেই কমেন্ট বক্সে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীরা। ক্যাটরিনার পোস্টে ভালোবাসায় ভরিয়েছেন সেলিব্রেটিরাও।
এ ছাড়া দিয়া মির্জা থেকে শুরু করে ভূমি পেডনেকর, হৃতিক রোশান, অদিতি রাও হায়দারিসহ সবাই ভালোবাসায় ভরিয়েছেন বিহানকে।
২০২১ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বিয়ে করেন তারা। কেবল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরাই সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এরপর ২০২৫ সালের ৭ নভেম্বর ছেলেসন্তানের বাবা-মা হন এ তারকা দম্পতি। সন্তান জন্মের পর থেকেই তারা কখনো ছেলেকে প্রকাশ্যে আনেননি। এমনকি এ তারকা দম্পতির ছেলের নাম কি, তাও ভক্ত-অনুরাগীরা জানতে পারেননি। সে প্রতীক্ষায় এতদিন ছিলেন ভক্ত-অনুরাগীরা।