কলকাতার আর জি করকাণ্ড প্রসঙ্গে মন্তব্য করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। শুধু তাই নয়, সৌরভের ওপর ক্ষেপেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবং স্বস্তিকা মুখার্জিও।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের কলকাতায় সরকারি আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয়। নিজ কর্মস্থলে নিরাপত্তা না থাকায় এ ঘটনা ঝড় তুলেছে ভারতীয় নাগরিক ও টালিপাড়ার তারকাদের হৃদয়ে।
এ ঘটনার প্রতিবাদে যখন উত্তাল সারা ভারত, তখনই নিজের মতামত জানান সৌরভ গাঙ্গুলি। সংবাদমাধ্যমে সৌরভ বলেন, একটা ঘটনার ওপর ভিত্তি করে পুরো সিস্টেম নিয়ে সমালোচনা করাটা ঠিক নয়। বাংলায় মেয়েদের নিরাপত্তা আছে। এমন কী গোটা ভারতেও মেয়েদের নিরাপত্তা রয়েছে। এ ধরনের জঘন্য অপরাধ পৃথিবীর যে কোনও জায়গায় হতে পারে। তবে এ ঘটনা কড়া হাতে মোকাবিলা করতে হবে।
সৌরভের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন শ্রীলেখা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সরি টু সে সৌরভ গাঙ্গুলি। সৌরভ আমি সত্যিই দুঃখিত যে, তোমাকে মানুষ যেভাবে, তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজা হিসেবে মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন। তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো!’
শ্রীলেখা আরও বলেন, ‘এসব সোহম হর্লিক্সের পার্টি, তারা বলছে, পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে। এই মানুষগুলোকে চেনার এটা মোক্ষম সময় হয়ে গিয়েছে। যে মানুষগুলোকে আমরা উপরে রেখেছি, তারা মানুষ বলার যোগ্য নয়। তাদের টেনে নামিয়ে আনো নিচে।’
শ্রীলেখার পর সোশ্যাল মিডিয়ায় সৌরভকে নিয়ে ক্ষোভ ঝাড়েন স্বস্তিকাও। শনিবার (১৭ আগস্ট) অভিনেত্রী লেখেন, ‘আমি কোনোদিন দাদাগিরিতে যাইনি; যাওয়া হয়নি। আর কোনোদিন যাব না। অ্যাকসিডেন্টলি যাব না — সেটা নয়। নিজের ইচ্ছেতেই যাব না। ধর্ষণ এবং খুন কোনও দুর্ঘটনা নয়; এটা কোনও বিচ্ছিন্ন ঘটনাও নয়। আর আমাদের সুন্দর দেশে কোনো বয়সের মেয়েরাই সেফ নয়; কোনো রাজ্যেই নয়। এই দুই কাজ – রেপ এবং খুন ইচ্ছাকৃত। যারা করেছে, যারা করে, তারা ইচ্ছে করে করেছে/করে; জেনেবুঝে করেছে/করে। যাদের এখনও ঘুম ভাঙেনি, তাদের আর ভাঙবে না।’