স্বল্পন্নোত দেশ (এলডিসি) থেকে উত্তরণ এবং চট্টগ্রাম বন্দর নিয়ে অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে কথা বলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, গণতান্ত্রিক ম্যান্ডেট ছাড়াই সরকার চট্টগ্রাম বন্দর ঘিরে সাম্প্রতিক সময়ে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিয়েছে; গতি এবং ‘অনিবার্যতার’ নামে বৈধ উদ্বেগগুলিকে উপেক্ষা করা হয়েছে। জাতীয় জীবনকে গঠনকারী সিদ্ধান্তগুলি জনগণের কাছে দায়বদ্ধ সরকারের নেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২৪ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যম নিজের ভেরিফাইড ফেসবুকে এ সংক্রান্ত পোস্টটি করেন। সেখানে তিনি উদাহরণ টেনে এলডিসি উত্তরণ ও চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে বিশদ বক্তব্য উপস্থাপন করেছেন।
তারেক রহমান লিখেছেন, গাজীপুরের এক ছোট গার্মেন্টস মালিককে কল্পনা করুন। এক যুগের বেশি সময় ধরে তিনি কারখানা গড়ে তুলেছেন—শতাধিক শ্রমিকের বেতন সামলান, কম লাভে টিকে থাকেন এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করেন। হঠাৎ করেই কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই পণ্যের প্রতিযোগিতামূলক দাম ধরে রাখার শুল্ক-সুবিধা বিলীন হয়ে যায়। এতে করে অর্ডার কমে আসে, আর বাড়তে থাকে চাপ, কারখানা টিকিয়ে রাখা, শ্রমিকদের বেতন দেয়া, পরিবারকে নিরাপদ রাখা যেন সবই কঠিন হয়ে ওঠে।
এবার ভাবুন নারায়ণগঞ্জের এক তরুণীকে। তিনি দেখছেন, তার পরিবার অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। তার বাবা একটি কারখানায় কাজ করেন; সংসার চলে ওভারটাইমের টাকায়। রফতানির চাপ বাড়লে প্রথমে বন্ধ হয় ওভারটাইম, তারপর কমে শিফট, শেষে আসে ছাঁটাই। এগুলো কোনো সংবাদ শিরোনাম নয়। এগুলো সাধারণ পরিবারের নীরব সংকট।
এই সিদ্ধান্ত নিতে তারা কোনো ভোট দেয়নি। কেউ তাদের জিজ্ঞেসও করেনি। প্রকৃত সংখ্যাগুলোও তাদের দেখানো হয়নি। তাই বাংলাদেশের এলডিসি উত্তরণ নিয়ে বিতর্ক সরকারি বিবৃতির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।
বিএনপি আগে থেকেই বলছে, ২০২৬ সালে উত্তীর্ণ হওয়ার সময় ঠিক রেখে স্থগিতের বিকল্প খোলা না রাখার মতো সম্পূর্ণ রাজনৈতিক একটি সিদ্ধান্ত নিচ্ছে অন্তর্বর্তী সরকার, যার কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই। তারপরও এই সরকার এমন দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিচ্ছে যা দেশের অর্থনৈতিক ভবিষ্যৎকে দশকের পর দশক প্রভাবিত করবে।
কিন্তু আমাদের বলা হচ্ছে, সময় বাড়ানো ‘অসম্ভব’; স্থগিতের অনুরোধ করাটাও ‘অপমানজনক’। জাতিসংঘ নাকি তা বিবেচনাই করবে না। কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা।
অ্যাঙ্গোলা ও সামোয়ার মতো দেশ তাদের উত্তীর্ণ হওয়ার সময় সংশোধন করেছে। জাতিসংঘের নিয়মই বলে, কোনো দেশ অর্থনৈতিক ধাক্কায় পড়লে এই সময় বাড়ানোর সুযোগ রয়েছে। দেশের ভবিষ্যৎ বদলে দেবে এমন সিদ্ধান্তে সময় চাওয়াটাই একটি অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল পদক্ষেপ হওয়া উচিত।
তাহলে কেন আমরা ভান করছি যে, আমাদের কোনো বিকল্প নেই? কেন আমরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ সীমাবদ্ধ করছি?