চলতি অর্থবছরের প্রথম চার মাসে, সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার তুলনায় ৪৩ কোটি ৮৪ লাখ টাকার ঘাটতি রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, গত চার মাসে রাজস্ব আদায় হয়েছে ২৪৭ কোটি ২৯ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ২৯১ কোটি ১৩ লাখ টাকা নির্ধারণ করেছিল জাতীয় রাজস্ব বোর্ড।
তবে, যা আদায় হয়েছে তা গত অর্থবছরের এই সময়ের তুলনায় ২০ কোটি ২৭ লাখ টাকা বেশি। গেলো অর্থবছরে একই সময়ে এ বন্দরে রাজস্ব আদায় হয়েছিল ২২৭ কোটি ২ লাখ টাকা।