মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে শুরু হয়েছে চা পাতা উত্তোলন। নাচ, গান, ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার ৯১টি চা বাগানে এখন উৎসবে মুখরিত। মৌসুমের শুরুতে বৃষ্টিপাতের কারণে সবুজ পাতার আনন্দে মাতোয়ারা চা শ্রমিকরা।
প্রতিবছর চা বাগানে ইরিগেশনের মাধ্যমে মার্চের শেষ ও এপ্রিলের প্রথম দিকে শুরু হয় চা উৎপাদন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ বছর আগাম বৃষ্টিপাতের কারণে রোগ বালাই থেকে রক্ষা পাবে চা গাছ এবং উৎপাদনে ইতিবাচক প্রভাবের প্রত্যাশা।