আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে গমের দাম। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে সর্বশেষ কার্যদিবসে গমের দাম আগের দিনের তুলনায় দশমিক ৯ শতাংশ বেড়েছে।
দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ৬০ পাউন্ড গমের দাম দাঁড়িয়েছে ৬ ডলার ৮১ সেন্টে। এর মধ্য দিয়ে টানা তিন কার্যদিবস ধরে চাঙ্গা রয়েছে কৃষি পণ্যটির দাম।
২০১৪ সালের মে মাসের পর, এটাই সিবিওটিতে গমের সর্বোচ্চ দামের রেকর্ড। সংশ্লিষ্টরা বলছেন, গমের বাজার চাঙ্গা হওয়ার পেছনে মূল প্রভাবক হিসেবে কাজ করছে রাশিয়া। দেশটিতে কৃষিপণ্যটির রফতানি শুল্ক বাড়ানোর পাশাপাশি বেঁধে দেয়া হয়েছে রফতানি কোটা।
এসব কারণে আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে শুরু করেছে পণ্যটির।