শুল্ক ও করের পরিমাণ ২ লাখ টাকার বেশি হলেই ইলেকট্রনিক বা ই-পেমেন্টে পরিশোধ করতে হবে। আগামী ১ জুলাই থেকে এ নিয়ম কার্যকর হচ্ছে।
সেগুনবাগিচায় রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে মঙ্গলবার (২৬ জানুয়ারি) এক অনুষ্ঠানে এ কথা জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে অটোমেশন কার্যক্রম চলছে। তারই অংশ হিসেবে আমদানি বাণিজ্যে ই-পেমেন্ট পদ্ধতি চালু করা হয়। এতে করে ব্যবসায়ীরা উপকৃত হবেন। পাশাপাশি রাজস্ব আদায়ও বাড়বে।