বিদেশে বিক্রি বাড়াতে বস্ত্র ও তৈরি পোশাক রপ্তানিকারকদের জন্য রপ্তানি উন্নয়ন তহবিল থেকে গৃহীত ঋণসীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে। প্রতিবেদনে বলা হয়, চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে রপ্তানি উন্নয়ন তহবিল থেকে গৃহীত ঋণসীমা বাড়িয়ে ৩০ মিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে।
যা চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বিজিএমইএ ও বিটিএমএ সদস্য কারখানাগুলো গ্রহণ করতে পারবে। এর আগে, এ সময়সীমা গত বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত ছিল।