নেত্রকোনায় আমন ফসলের ফলন ও দাম ভাল পাওয়ার কারণে এবার ইরি-বোরো ধান আবাদে কৃষকরা বেশ আগ্রহী হয়ে উঠেছেন। জেলার ১০ উপজেলার মাঠে মাঠে এখন বোরো আবাদের ধুম পড়েছে। কৃষকরা জমি প্রস্তুত, ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া ভালো থাকলে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
নেত্রকোনার মাঠে মাঠে এখন কৃষকরা পার করছেন ব্যস্ত সময়। বীজতলা থেকে চারা উত্তোলন, জমি চাষ, চারা রোপণ, জমিতে সেচ ও সার প্রয়োগে দারুন ব্যস্ত তারা।
গত বছর আমনের লাভ ভালো পাওয়ায় এবার জমিতে ইরি-বোরো ধান আবাদ করছেন তারা। কেউ জমিতে আগাম জাতের উচ্চ ফলনশীল ধানের চারা রোপণ করেছেন আবার কেউবা জমি প্রস্তুত করছেন। প্রয়োজনীয় সার বীজ পাওয়ার পাশাপাশি কৃষি কর্মকর্তারা তাদের সাহায্য করছে বলে জানান কৃষকেরা।
আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ বেশি হওয়ার আশাবাদ ব্যক্ত করে এ কৃষি কর্মকর্তা জানান, ইতিমধ্যে জেলায় ২৮ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে। ভালো ফলন পেতে কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন।
এ বছর জেলায় ১ লাখ ৮৬ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ৬৪ হাজার মেট্রিক টন।