সপ্তাহের ব্যবধানে বাজারে নতুন করে কেজি প্রতি ১০-২০ টাকা করে বেড়েছে পেঁয়াজ ও মুরগির দাম। এক কেজি পেঁয়াজ কিনতে লাগছে ৪৫ থেকে ৬০ টাকা ।
বাজারে খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগি কেজিতে বিক্রি হচ্ছে ১৫০ এবং সোনালী মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৪০ টাকায়।
এদিকে, বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, লেবুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। ভালো মানের মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭০ টাকায়। নাজিরশাইল ৬৪-৭০ টাকায় এবং পাইজাম চাল ৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে, দাম কমেছে ডিম, আলু ও বিভিন্ন ধরণের সবজির।
অপরিবর্তিত রয়েছে ভোজ্যতেল, গরু ও খাসির মাংসের দাম।