মাদারীপুরের কালকিনিতে অনাবাদি জমিতে ভুট্টা চাষে বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগের পরামর্শে স্বল্প খরচে ন্যায্য দাম পেয়ে লাভবান হওয়ার পাশাপাশি স্বাবলম্বী হয়েছেন অনেক কৃষক। এতে খুশি উপজেলার সাড়ে তিনশ’ ভুট্টাচাষি।
মাদারীপুরের কালকিনি উপজেলায় হেক্টরের পর হেক্টর জমি এক সময়ে অনাবাদি হিসেবে পড়ে থাকতো। এসব অনাবাদি জমিতে ফসল ফলানোর লক্ষ্যে উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষকদের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
পরবর্তীতে, উপজেলার ৪৫ হেক্টর অনাবাদি জমিতে ভুট্টার চাষাবাদের জন্য উন্নতমানের বীজ বপন করা হয়। এতে এ বছর ৮ হাজার ৪শ’ ৯০ মণ ভুট্টার ফলন হয়েছে। প্রতি মণ ভুট্টা বাজারে ১ হাজার টাকা বিক্রিও হচ্ছে। যা উৎপাদন খরচের তুলনায় এক তৃতীয়াংশ। ভুট্টার বাম্পার ফলনে খুশি কৃষকরা।
এদিকে, অনাবাদি জমিতে চাষাবাদের লক্ষ্যে কৃষকদের দিক-নির্দেশনা দেয়ার পাশাপাশি বীজ ও সার বিনামূল্যে দেয়ার কথা জানালেন এ কৃষি কর্মকর্তা।
কালকিনি উপজেলার আরো দুই হেক্টর অনাবাদি জমি চাষাবাদের উপযোগি করতে তুলতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে কৃষি বিভাগ।