আগামী ১৪ এপ্রিল থেকে ঘোষিত এক সপ্তাহের লকডাউনে ব্যাংকের সাথে সমন্বয় রেখে দেশের পুঁজিবাজার খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।
এ বিষয়ে গতকাল বিএসইসি জানায়, বাংলাদেশ ব্যাংক আসন্ন লকডাউনে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিলে তারাও পুঁজিবাজার খোলা রাখবে। তবে, সেটি যদি সীমিত আকারে হয় তবে পুঁজিবাজারও সীমিত আকারে চালু থাকবে। যদিও এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, চলমান লকডাউনে ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চললেও অফিসের অন্যান্য কার্যক্রম চলছে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার অফিস দুপুর ১টা পর্যন্ত চলমান রয়েছে।