দ্রুত পচনশীল পণ্যের শুল্কায়নসহ সব কর্মকাণ্ড দ্রুত শেষ করে আমদানি-রপ্তানির গতিকে ত্বরান্বিত করতে বিধিমালা চূড়ান্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক আদেশে বিধিমালাটি চূড়ান্ত করা হয়। এর আওতায় তাজা ফুল, ফল, শাক সবজি, মাছ, জরুরি ওষুধ, কাঁচা চামড়াসহ ৬৪ ধরনের পচনশীল পণ্য রয়েছে।
নতুন এ বিধিমালাটিকে ‘পচনশীল পণ্য দ্রুত খালাস ও নিষ্পত্তিকরণ বিধিমালা-২০২১’ নামে অভিহিত করেছে এনবিআর।