মস্কোর দক্ষিণ-পশ্চিমে কালুগা অঞ্চলে বুধবার রাতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছিল বলে দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, ছয়টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করা রুশ সেনারা।
টেলিগ্রামে এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, রাতে কালুগা অঞ্চলে মনুষ্যবিহীন বিমান দিয়ে সন্ত্রাসী হামলা চালিয়েছিল কিয়েভ সরকার। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এতে কোনও হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি
হামলার বিষয়ে ইউক্রেন এখনও মন্তব্য করেনি। মঙ্গলবার ইউক্রেন মস্কোর দিকে তিনটি ড্রোন উৎক্ষেপণ করেছে বলে রাশিয়ার দাবির পর এ অভিযোগ উঠলো।
এদিকে রুশ ড্রোন ধ্বংসের দাবি করেছে ইউক্রেনও। বুধবার রাতে কিয়েভ ও এর আশেপাশে ২০টিরও বেশি রাশিয়ান ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন সরকার।
কিয়েভ শহরের সামরিক প্রশাসন জানায়, টানা অষ্টম দিনের মতো রাশিয়া ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। হামলায় ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করছে মস্কো।
এই হামলায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র: সিএনএন