গাজার দক্ষিণাঞ্চলে ১০ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধী গোষ্ঠী হামাস। মঙ্গলরাতে রাতে ইসরায়েলি সেনাদের ওপর চালানো এই হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি। সেই সঙ্গে খান ইউনিসের উত্তর ও পূর্বে ইসরায়েলি ট্যাংক, সামরিক যান এবং সামরিক বুলডোজারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাসের যোদ্ধারা। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস বলছে, গাজায় তারা ১০ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। হামসের সশস্ত্র শাখা, কাসাম ব্রিগেডস জানিয়েছে, পূর্ব খান ইউনিসের পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে ইসরায়েলি সেনাদের ওপর তারা হামলা চালিয়েছে। তাদের দাবি, সেনাদের হত্যার পাশাপাশি তিনটি ইসরায়েলি ট্যাংক, দুটি কর্মী বাহক এবং তিনটি সামরিক বুলডোজারে অ্যান্টি-আরমার শেল দিয়ে হামলা চালানো হয়েছে।
তবে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ হামলার বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
এক সপ্তাহ যুদ্ধবিরতির পর গত শুক্রবার আবার গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। এরপর থেকে দক্ষিণের খান ইউনিসকে লক্ষ্য করেই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত গাজায় ১০ মৃত্যুর সংখ্যা ১৬ হজার ছাড়িয়েছে। অপরদিকে হামাসের হামলায় ১২শ’ ইসরায়েলি নিহত হয়েছেন।