দক্ষিণ গাজায় ক্ষুধার যন্ত্রণায় মাহমুদ ফাতুহ নামের দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ইসরায়েলি আগ্রাসনে শিশু মৃত্যুর ‘বিস্ফোরণ’ সম্পর্কে জাতিসংঘের সতর্কতার কয়েকদিন পরই এই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এই মৃত্যুর তথ্য জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা শেহাব। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
শেহাব এক প্রতিবেদনে জানিয়েছে, আল শিফা হাসপাতালে মাহমুদ ফাতুহ নামের দুই মাস বয়সী এক শিশুর অনাহারে মৃত্যু হয়েছে। আল শিফা হাসপাতালের একজন চিকিৎসাকর্মী বলেন, মাহমুদ তীব্র অপুষ্টিতে মারা গেছে।
মাহমুদকে হাসপাতালে নিয়ে যাওয়া চিকিৎসাকর্মীরা বলেন, অপুষ্টিতে ভোগা মাহমুদকে আমরা হাসপাতালে নিয়ে যাই। তখন শিশুটিকে খাওয়ানোর জন্য একটুকুও দুধ ছিল না হাসপাতালে। অর্থাৎ গাজাতেই কোনও ধরনের শিশু খাদ্য নেই।
শিশুদের পাশাপাশি গর্ভবতী মহিলাদের মধ্যে অপুষ্টি বৃদ্ধির বিষয়ে সতর্ক করে জাতিসংঘ বলেছে, উত্তর গাজার দুই বছরের কম বয়সী ১৫ শতাংশ বা ছয়জনের মধ্যে একটি শিশু তীব্রভাবে অপুষ্টিতে ভুগছে।
গাজার অবস্থা তুলে ধরে জাতিসংঘ জানিয়েছে, গাজার ২৩ লাখ মানুষ এখন দুর্ভিক্ষের মধ্যে রয়েছেন।