1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
ঘুমাতে চান বাইডেন, রাত আটটার পর অনুষ্ঠান না রাখার পরিকল্পনা
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

ঘুমাতে চান বাইডেন, রাত আটটার পর অনুষ্ঠান না রাখার পরিকল্পনা

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে
ঘুমাতে চান বাইডেন, রাত আটটার পর অনুষ্ঠান না রাখার পরিকল্পনা

আরও বেশি সময় ঘুমাতে রাত ৮টার পর কোনো অনুষ্ঠানে না যাওয়ার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত বুধবার (৩ জুলাই) ডেমোক্র্যাটিক দলীয় গভর্নরদের তিনি এ কথা জানান।

অন্তত তিনটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে সিএনএন। বৈঠকে অংশগ্রহণকারী সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস প্রথম এ খবরটি জানিয়েছে।

তবে যেসব ডেমোক্র্যাটিক গভর্নর ওই বৈঠকে অংশ নিয়েছিলেন বাইডেনের এমন পরিকল্পনায় তাদের কয়েকজন বেশ আশাহত হয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে।

বাইডেনের এমন মন্তব্য নিয়ে প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বাইডেনের নির্বাচনী ক্যাম্পেইনের মুখপাত্র কেভিন মুনোজ বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট জর্জ বুশ রাত ৯টায় ঘুমিয়ে যেতেন। বারাক ওবামা সন্ধ্যা সাড়ে ৬টায় রাতের খাবার খেয়ে নিতেন। সাধারণ প্রেসিডেন্টরা একটি ভারসাম্য রেখে চলেন। বাইডেনও একই কাজ করেন। অন্যরা ট্রাম্পের মতো নয়। যিনি সামাজিক মাধ্যম ট্রুথে দিনের অর্ধেক সময় এমন বিষয় নিয়ে কথা বলেন যেগুলোর কারণে মন্দা তৈরি হবে। আর দিনের বাকি অর্ধেক সময় গলফ খেলেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে বাইডেন গভর্নরদের সঙ্গে মজা করে বলেন, আমি ভালো আছি- যদিও আমার মস্তিষ্ক সম্পর্কে জানি না।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টিভি বিতর্কের পর বাইডেনের জনপ্রিয়তায় ধস নামে। বিতর্কে হেরে যাওয়ার কারণে গুঞ্জন শুরু হয় যে বাইডেন পদত্যাগ করতে পারেন। এমনকি তার দল ডেমোক্রেটিক পার্টির এক-তৃতীয়াংশ মনে করেন, নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানো উচিত বাইডেনের।

তবে ৮১ বছর বয়সি বাইডেন জানিয়েছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে তিনি সরে যাচ্ছেন না। বিতর্কে ‘পিছিয়ে পড়ায়’ ব্যাপক সমালোচনার মুখে ভালো না করার ব্যাখ্যা দিয়েছেন তিনি। খারাপ পারফরম্যান্সের জন্য ‘জেট ল্যাগ’কে দায়ী করেছেন বাইডেন। তার দাবি, একের পর এক সফরের কারণে তিনি ক্লান্ত ছিলেন। আর সেই ক্লান্তির রেশই পড়েছে তার বক্তৃতায়।

তহবিল দাতাদের উদ্দেশে বাইডেন বলেন, ‘এটা কোনো বাহানা নয়, ব্যাখ্যা।’

তিনি বলেন, বিতর্কের আগে অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি দেশ ভ্রমণ করার জন্য আমি যথেষ্ট স্মার্ট নই। বাইডেন আরও বলেন, আমি কর্মীদের কথা শুনিনি। আর আমি মঞ্চে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা 

জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা 

মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

এলপিজির নতুন দাম ঘোষণা

বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
অভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই

অভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই

শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ

বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.