বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে শুক্রবার মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। এসব মৃত্যুর প্রায় দুই-তৃতীয়াংশ ইউরোপের দেশগুলোতে ঘটেছে। গ্রিনিচ মান সময় ০৭.৪০ টায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি একথা জানায়।
ডিসেম্বরে চীনে এ মহামারি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৯০ হাজার ৮৯ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ২৬ লাখ ৯৮ হাজার ৭৩৩ জনে দাঁড়িয়েছে।
কোভিড-১৯ ভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহাদেশ ইউরোপে করোনায় ১ লাখ ১৬ হাজার ২২১ জনের মৃত্যু ও ১২ লাখ ৯৬ হাজার ২৪৮ জন আক্রান্ত হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানী ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত ৪৯ হাজার ৯৬৩ জনের মৃত্যু হয়েছে।
এরপরের অবস্থানে থাকা ইতালিতে ২৫ হাজার ৫৪৯ জন, স্পেনে ২২ হাজার ১৫৭ জন, ফ্রান্সে ২১ হাজার ৮৫৬ জন এবং ব্রিটেনে ১৮ হাজার ৭৩৮ জন মারা গেছে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি