করোনায় আক্রান্ত দিক থেকে স্পেনকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম শীর্ষ স্থানে পৌঁছে গেছে ভারত। এখন পর্যন্ত ভারতে কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৬২৮ জন।
দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬ হাজার ৯২৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৮৭ জন।
আজ (রোববার) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। অল ইন্ডিয়া ইনস্টিটিউটস অব মেডিক্যাল সায়েন্সেস- এর পরিচালক ডা. রনদীপ গুলেরিয়া বলেন, আগামী দুই থেকে তিন মাস পর্যন্ত ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়া অব্যাহত থাকতে পারে।
তবে জাতীয় পর্যায়ে গণসংক্রমণ এখনো দেখা যায়নি। ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। রাজ্যটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৮২ হাজার ৯৬৮। এছাড়া, দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৯ হাজার ২৯৩ জন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি