কোভিড-১৯ এর নির্দেশনা মেনে ভারতের আসাম রাজ্যের স্কুল খুলে দেয়া হয়েছে।
করোনার কারণে প্রায় সাত মাস বন্ধ থাকার পর পরে আজ থেকে স্কুলগুলো খুলে দেয়া হলো।
রাজ্যটির শিক্ষা মন্ত্রণালয় জানায়, ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারবেন। এজন্য তারা ক্লাসে অংশগ্রহণ করার ব্যাপারে একটি নির্দেশনাও প্রণয়ন করেছে।
নির্দেশনায় বলা হয়, সংক্রমণ ঝুঁকি কমাতে শিক্ষার্থীদের জোড়-বিজোড় পদ্ধতিতে ক্লাসে অংশ নিতে হবে। ৬ষ্ঠ, অষ্টম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সোম, বুধ ও শুক্রবার এবং সপ্তম, নবম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা শনি, মঙ্গল ও বৃহস্পতিবার ক্লাসে অংশ নিবে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুটি ব্যাচে ক্লাস চলবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি