করোনাভাইরাসের টিকা হিসেবে ফাইজারের পর এবার অনুমোদন পাচ্ছে মডার্নার কোভিড ভ্যাকসিন।দ্বিতীয় টিকা হিসেবে শিগগিরই মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
দেশটির ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানায়, মডার্নার টিকা নিরাপদ এবং ৩০ হাজার মানুষের ওপর পরীক্ষায় এটি ৯৪ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে।
সংস্থাটি আরো জানায়, ১৮ বছরের বেশি বয়সীদের ওপর মডার্নার টিকা নিয়ে নিরাপত্তা উদ্বেগ নেই এবং এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও পাওয়া যায়নি। এ সপ্তাহের শেষদিকে মডার্নার ভ্যাকসিনটি অনুমোদন পেলে, তা ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রজুড়ে সরবরাহ করা হবে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি