মিয়ানমারের এনএলডি নেত্রী অং সান সু চির ঘনিষ্ঠ সহযোগী কেয়াও টিন্ট ও রাখাইনের মুখ্যমন্ত্রী নিয়াই পুকেওকে গ্রেফতার করেছে জান্তা সরকার।
এনএলডির এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করে। বুধবার রাতে কিয়াও টিন্টসহ চারজনকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। টিন্ট সু চির দপ্তরে স্টেট কাউন্সিলরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এদিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারকেও আটক করা হয়।
তবে, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে সামরিক সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরে বিক্ষোভ ও আন্দোলনের সমাপ্তি টেনে সরকারি চাকরিজীবীদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। তবে এ আহ্বানে সাড়া না দিয়ে আজও দেশটিতে বিক্ষোভ চলছে।