সারের ক্ষেত্রে ভর্তুকি কয়েকগুণ বেড়ে গেলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারের দাম না বাড়ানোর আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
বৃধবার সচিবালয়ে নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ডিজেলের দাম বাড়ানোর প্রভাব কৃষিতে পড়বে কি না এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, প্রভাব তো অবশ্যই পড়বে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এমনিতেই কৃষকরা নানা সমস্যায় জর্জরিত।
পিক সিজনে তারা ফসলের দাম পান না। সেজন্য কৃষিপণ্য প্রসেসিংসহ বাণিজ্যিকীকরণ এবং তারা যেন ন্যায্যমূল্য পান সেসব বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।