আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুই চালান ইউরেনিয়াম এসেছে। বেশি লাফালাফি করলে কিছু ফখরুলের মাথায়, কিছু মঈন খানের মাথায়, কিছু আব্বাসের মাথায়, কিছু রিজভীর মাথায় ঢেলে দেব। এখন ডান্ডা মেরে নয়, ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব।
সোমবার (৯ অক্টোবর) রাজধানীর গাবতলী থেকে মিরপুর রোডগামী সড়কের মাঝখানে মঞ্চ তৈরি করে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সেই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যারা রূপপুর বন্ধ করতে চায়, তাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। ভোট হবে। আগামী জানুয়ারিতে ভোট হবে। তার আগে নভেম্বরে কোয়ার্টার ফাইনাল এবং ডিসেম্বরে ফাইনাল খেলা হবে।
তিনি বলেন, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে, স্বৈরাচারের বিরুদ্ধে খেলা হবে, সারাদেশে খেলা হবে, চট্টগ্রামে-বরিশালে-রাজশাহীতে-সিলেটে-ঢাকায় খেলা হবে। স্বৈরাচারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। ফাউল করলে লাল কার্ড, হলুদ কার্ড দেওয়া হবে।