বরণ করা হলো ইংরেজি নতুন বছরকে। রবিবার দিবাগত রাতে ঘড়ির কাঁটা ঠিক ১২টা ছুঁতেই বর্ণিল হয়ে উঠল রাজধানী ঢাকার আকাশ। পটকার শব্দে প্রকম্পিত হয়ে ওঠে নগরীর বিভিন্ন এলাকা। খ্রিষ্টীয় নতুন বছরকে বরণ করে নিতে রাত ১২টায় একযোগে ঢাকার বিভিন্ন এলাকার ছাদ থেকে আতশবাজি পোড়ানো হয়।
২০২৩ সালকে বিদায় ও নতুন বছর ২০২৪ কে স্বাগত জানাতে গিয়ে যে কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা যাতে না ঘটে সে জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দেন। নিরাপত্তা নিশ্চিতের জন্য রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি চালান পুলিশ ও র্যাবের সদস্যরা। অনেক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
অনেকটা ঘরোয়াভাবে রাজধানীর মানুষ নানা আয়োজনে খ্রিষ্টীয় নতুন বছর ২০২৪-কে স্বাগত জানিয়েছেন। তবে আনন্দ-উচ্ছ্বাসের কমতি ছিল না। অনেকে বাসার ছাদে বারবিকিউ পার্টি, কেক কাটাসহ নানা আয়োজন করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বার্তায় ইংরেজি নববর্ষ ২০২৪ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।