1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. dcm01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
সাকিবের মাগুরায় গেলেন বিজয় - বিজয় টিভি
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন

সাকিবের মাগুরায় গেলেন বিজয়

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে
সাকিবের মাগুরায় গেলেন বিজয়

মাগুরা-১ আসন থেকে প্রথমবার নির্বাচনে দাঁড়ানো বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের প্রচারণায় এর আগে অনেক ক্রিকেটারকে দেখা গেছে। এবার বিশ্বসেরা এই অলরাউন্ডারের সঙ্গে দেখা করতে মাগুরায় ছুটে গেছেন আরেক ক্রিকেটার এনামুল হক বিজয়।

এর আগে সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণার শেষ সময়ে অংশ নিয়েছিলেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সৌম্য সরকারসহ বেশ কয়েকজন। এর আগে থেকেই অবশ্য ক্রিকেটার ও টাইগার ক্রিকেট সংশ্লিষ্ট অনেককে তার সঙ্গে প্রচারণা চালাতে দেখা গেছে। সর্বশেষ গতকাল সাকিবের সঙ্গে দেখা করে ফের মাশরাফির নড়াইলে গিয়েছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এবার সেই দলে যোগ দিলেন বিজয়, যদিও গতকাল সকালেই নির্বাচনী প্রচারণার সময় শেষ হয়েছে। এ সময় তার সঙ্গে অন্যান্য ক্রিকেটাররাও ছিলেন।

আগামীকাল অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরপর সাকিব যোগ দেবেন বিপিএলে। আর বিপিএলের আগে নিজেকে ফিট করে গড়ে তুলতে গতকাল অনুশীলনও করেছেন এই টাইগার অধিনায়ক। এবারের বিপিএলে সাকিব রংপুর রাইডার্সের হয়ে খেলবেন।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন সাকিব। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালে আঙুলে চোট পান তিনি, যদিও তা নিয়েই টাইগার অধিনায়ক পুরো ম্যাচ খেলেছিলেন। পরে আঙুলে চিড় ধরা পড়ে, যে কারণে ৪-৬ সপ্তাহের জন্য সাকিব ছিটকে পড়েন মাঠের বাইরে। তাই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না দলে।

এরপর দেশের বাইরে কিউইদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকেও তিনি দল থেকে ছিটকে যান। কয়েকদিন আগেই আঙুলের চিকিৎসার জন্য আমেরিকায় যান সাকিব। আর সেখানে গিয়ে এক অনুষ্ঠানে নিজের চোটের সর্বশেষ অবস্থাও জানিয়েছিলেন। সবমিলিয়ে দুই মাসের মতো মাঠের বাইরে আছেন সাকিব, ফলে তার ফিটনেসেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সে কারণে তিনি অনুশীলন শুরু করেছেন। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের দশম আসর। ৭ দলের এই আসরে মোট ম্যাচ হবে ৪৬টি। ফাইনালের মধ্য দিয়ে ১ মার্চ প্রায় দেড় মাসের এই টুর্নামেন্টের পর্দা নামবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
ইসলাম গ্রহণ করতে চান রোনালদো!

ইসলাম গ্রহণ করতে চান রোনালদো!

বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
উপদেষ্টা হাসান আরিফ আর নেই

উপদেষ্টা হাসান আরিফ আর নেই

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
সালমান সত্যিই খেয়াল রাখতে জানেন: রাশমিকা

সালমান সত্যিই খেয়াল রাখতে জানেন: রাশমিকা

শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
হাজার কোটি রুপি আয়ের ভারতীয় ৭ সিনেমা

হাজার কোটি রুপি আয়ের ভারতীয় ৭ সিনেমা

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৪ বিজয় টিভি || All Rights Reserved.